Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে রবিবার খোয়াই তে তিনটি নতুন প্রকল্পের...

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে রবিবার খোয়াই তে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন হলো

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই অক্টোবর …. রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর হাত ধরে খোয়াইতে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন হল। খোয়াই বাসীর জন্য রবিবার দিনটি ছিল খুবই আনন্দের । শারদীয়া দুর্গোৎসবের উপহার হিসেবে খোয়াই বাসি পেল বহু দিনের আকাঙ্ক্ষিত তিনটি নতুন প্রকল্প। রবিবার দুপুর ১২ ঘটিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এর হাত ধরে প্রথমেই খোয়াইতে শান্তির বাহক পায়রা ও গ্যাস বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খোয়াই সরকারি দ্ব শ্রেণী বালক বিদ্যালয়ের মাঠে নবনির্মিত সিনথেটিক ফুটবল মাঠের। প্রকল্পটির উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী চলে যান শিঙ্গিছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনে সেখানে উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী বিদ্যালয়টি ঘুরে দেখেন। এরপর তিনি চলে যান দুর্গা নগর স্থিত নব নির্মিত খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধনের জন্য । এই স্কুলটি উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী সেখানে অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যবাসী ও খোয়াই বাসি উদ্দেশ্যে । তিনি বলেন আজ সংস্কৃতির শহর খোয়াই তে এক সাথে আত্যাধুনিক উন্নত মানের সিনথেটিক ফুটবল মাঠ ও দুটি নবনির্মত বিদ্যালয়ের দ্বার উদঘাটন হলো। শিক্ষা ও খেলাধুলা একে অপরের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত ‌। তাই বর্তমান রাজ্য সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার দিকেও নজর দিচ্ছেন । খোয়াই এর সিনথেটিক ফুটবল মাঠটি এই নিয়ে রাজ্যের মধ্যে সপ্তম ফুটবল মাঠ হিসেবে সংযোজিত হলো । তাছাড়া শিক্ষার মান কে ঢেলে সাজানোর লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরা, বিদ্যালয়ে টিংকারিং ল্যাব, এর মত আরো অন্যান্য সমসাময়িক পাঠ্যক্রম । তাছাড়াও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যাজ্যোতি স্কুল গুলিও কাজ করছে । এই দিন কার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী সুব্রত মজুমদার জেলাশাসক চান্দনি চন্দ্রন জেলা পুলিশ সুপার রমেশ চন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা । এই দিনের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আলোচনা করতেগিয়ে ক্ষোভ ব্যক্ত করেন শিঙিছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নবনির্মিত দ্বিতল ভবনের পরিকাঠামো নিয়ে। মূলত তিনি বলেন এই বিদ্যালয়ে নবনির্মিত যে দ্বিতল ভবনটি তৈরি করা হয়েছে এই দ্বিতল ভবনের কাজের গুণগত মান খুবই খারাপ হয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেন যে ঠিকাদার কাজটি করেছেন তাকে মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা তে গিয়ে ডেকে নিয়ে বৈঠকের মাধ্যমে ব্ল্যাকলিস্ট করবেন। উনার কথায় পরিষ্কার রাজ্য সরকার শিক্ষা ও খেলাধুলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার ক্ষেত্রে একান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কেন কাজের গুণগত মান ঠিক থাকবে না ,তাই তিনি এই বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন । সব মিলিয়ে আজ পূজোর প্রাক মুহূর্তে খোয়াইতে মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে জমজমাট ছিল গোটা খোয়াই শহর চারিদিকে নিরাপত্তার বেষ্টনীতে বাধা হয়েছিল খোয়াই শহরকে। অন্যদিকে নতুন উদ্বোধন হওয়া সিনথেটিক ফুটবল মাঠে রবিবার বিকেলে এক সৌজন্যমূলক ফুটবল খেলার আয়োজন হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য