জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রিম্যাট্রিক স্কলারশিপের অর্থ রাশি বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শহরে ধন্যবাদ রেলি সংঘটিত করা হল। অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই ধন্যবাদ রেলি সংঘটিত করা হয়।রেলিতে প্রচুর সংখ্যক জনজাতি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপের অর্থ রাশি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এখন থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত জনজাতি অংশের ছাত্রছাত্রীরা প্রি মেট্রিক স্কলারশিপ বাবদ এক হাজার টাকা করে পাবে। আগে প্রি মেট্রিক স্কলারশিপের অথরাশি ছিল ৪০০ টাকা। এই জনদরদি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাকে অভিনন্দন জানিয়ে রবিবার রাজধানীতে ধন্যবাদ রেলি সংঘটিত করা হয় ।অল ত্রিপুরা এনজিও এস টি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত এই রেলিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই রেলি প্রসঙ্গে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভানেত্রী তপতী কলই জানান ,রাজ্য সরকারের এই জনদরদী সিদ্ধান্তে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে ।দীর্ঘ বছর ধরে প্রিম্যাট্রিক স্কলারশিপ এর অথরাশি বৃদ্ধি করা হচ্ছিল না ।এই সিদ্ধান্ত গ্রহনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কে অভিনন্দন জানিয়ে এই রেলি সংঘটিত করা হয়েছে বলে জানান তিনি।
এদিন রেলিটি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘ ৩২ বছর ধরে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর অর্থ রাশি ধার্য ছিল ৪০০ টাকা ।রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে।