বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর ….. সারা রাজ্য সহ খোয়াই বিভিন্ন নিম্নাঞ্চল গুলি কিছুদিন আগে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল । যদিও বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। বন্যা কবলিত এলাকার জনগণ এখন ত্রাণ শিবির ছেড়ে অধিকাংশ জনগণ নিজেদের বাড়িঘরে গিয়েছে। কিন্তু অধিকাংশ বন্যা কবলিত এলাকা গুলিতে জনগণ চলাচল এবং বসবাস করার মত অবস্থা অনেকটাই তৈরি হয়নি । কারণ বন্যা কবলিত এলাকাগুলিতে ছোট ছোট রাস্তা বাড়ির আশপাশ এমন অবস্থা পরিণত হয়েছে সাধারণ জনগণ বসবাস এবং চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রাজ্য প্রশাসন থেকে বন্যা কবলিত এলাকাগুলিতে সেই রকম সাহায্য সহযোগিতা করার বিষয়ে পরিলক্ষিত হচ্ছে না। যদিও রাজ্য প্রশাসন বন্যা পরিস্থিতির পর নির্মাণ শ্রমিকদের ৪০০০ টাকা করে সাহায্য করবে বলে জানিয়েছেন। যদিও আশা করা যাচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোর জনগণকে সরকার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে। গত চার দিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সরকারি টিম রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে পরিদর্শন করে যান। রাজ্যের তথা খোয়াই বন্যাকবলিত এলাকার সাধারণ জনগণ আশাবাদী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেই প্রতিনিধি দল রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে গেছেন তারা সঠিক রিপোর্ট প্রেস করলে খোয়াই তথা রাজ্যের বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী সাধারণ জনগণ এবং বন্যা কবলিত এলাকার রাস্তাঘাট দ্রুত মেরামত করা হবে। কিন্তু সাধারণ জনগণ তথা বুদ্ধিজীবী মহলের বক্তব্য কৃষক, মৎস্য চাষী সাধারণ জনগণ এবং রাস্তাঘাটের যেভাবে ক্ষতি হয়েছে সেগুলি স্বাভাবিক করার জন্য সরকারিভাবে সাহায্য সহযোগিতা যদি সঠিক সময়ে না করা হয় এবং কৃষি ক্ষেত্রে এবং মাছ চাষের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাবে রাজ্য তথা খোয়াই জেলা। বন্যা কবলিত কিছু কিছু এলাকার কৃষক মৎস্য চাষী সাধারণ জনগণের পাশাপাশি রাস্তাঘাট এমন বেহাল অবস্থা পরিণত হয়েছে সংশ্লিষ্ট এলাকার জনগণ চলা চল করাও ক্ষেত্রে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাগুলি প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে মেরামত করার প্রয়োজন বলে মনে করছেন সাধারণ জনগণ থেকে বুদ্ধিজীবীরাও । এমনও কিছু কিছু এলাকা রয়েছেন জনগণ চলাচল করার জন্য সংশ্লিষ্ট এলাকার যুবকরাই নিজেদের উদ্যোগে মেরামতের কাজে হাত দিয়েছেন। সবকিছু মিলিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য প্রশাসন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে এটা প্রশংসনীয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার পাশাপাশি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন খুব দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক এবং সাধারণ জনগণকে পুনরায় তাদের চাষবাস ও রাস্তাঘাট মেরামতে এগিয়ে আসতে হবে। এখন দেখার বিষয় প্রশাসন এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতির মোকাবেলা করতে ।