কোন প্রত্যন্ত এলাকায় নয়, খোদ রাজধানীতে বেহাল অবস্থা রাস্তার। তাও বিদ্যালয়ের প্রবেশের রাস্তাটি করুণ অবস্থায় পড়ে আছে। অভিযোগ নেই কোন সংস্কার। এই ঘটনা রাজধানীর প্রগতি বিদ্যাভবনের সামনে। এই বেহাল রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতি নিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকদের। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়াদের।এতে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। মঙ্গলবার অভিভাবকরা ক্ষোভ উগরে দিয়ে জানান,বৃষ্টি হলে এই বেহাল রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়।পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে প্রচণ্ড বেগ পেতে হয়।তাই তাদের দাবি পড়ুয়াদের চলাচলের সুবিধার জন্য যাতে রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হয়।