Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ অফিসার সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিল জি.আর.পি...

মাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ অফিসার সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিল জি.আর.পি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ!

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া রেল স্টেশনে মাদক পাচার রোধের চেষ্টা করায় সাংবাদিক’দের কর্তব্য পালনে বাধা দিয়ে এক সাংবাদিক’কে নিগ্রহ করার মত অনভিপ্রেত ঘটনায় তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিক’রা তাৎক্ষনিক ভাবে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলে এবং তেলিয়ামুড়া জি.আর.পি থানায় জড়ো হয়ে থানার আই.সি-র নিকট ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানায়। এই অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে রবিবার ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় জি.আর.পি পুলিশ কর্তৃপক্ষকে, অন্যথায় বৃহত্তর প্রতিবাদে সামিল হওয়ার কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে, উল্লেখিত সময়ের মধ্যেই সাংবাদিক নিগ্রহের সাথে জড়িত জি.আর.পি পুলিশ অফিসার সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করার জন্য সুপারিন্টেন্ডেন্ট জি.আর.পি মহাশয়ের নিকট অনুরোধ সূচক অভিযোগ দাখিল করা হয়েছিল।
সেই অভিযোগ মোতবেক ২৪ ঘন্টার মধ্যেই ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তেলিয়ামুড়া জি.আর.পি থানার আই.সি ইন্টু মারাক। তিনি জানিয়েছেন অভিযুক্ত পুলিশ’কে প্রাথমিক ভাবে ক্লোজ করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার তদন্ত করার জন্য জি.আর.পি স্টেট থেকে একটি টিম আসবে এবং উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করারও আশ্বাস প্রদান করেছে জি.আর.পি কর্তৃপক্ষ।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য