সম্প্রতি পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের মত ঘটনার তীব্র প্রতিবাদে উত্তাল গোটা দেশ। শুধু আরজি কর নই গোটা দেশে যে নারিগঠিত অপরাধ সংগঠিত হচ্ছে তারই প্রতিবাদে সোমবার এ আই ডি এস ও, এ আই এম এস এস,এ আই ডি ওয়াই ও যৌথ ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করলো রাজধানী আগরতলার বটতলা এলাকায়।এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের এক নেতৃত্ব গোটা দেশে কলংকিত এই নারী অপরাধ দমনে সমাজের ছাত্র ছাত্রী সহ সমাজের সকল মহিলাদের প্রতিবাদে মাঠে নামার আহবান জানান এবং নারী গঠিত অপরাধ বন্ধ করা , মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করা এবং মাদক প্রসার বন্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। তাছাড়া দল মত নির্বিশেষে আরজি কর ঘটনার অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান ও নারী খুন ও ধর্ষণের বিরুদ্ধে ছাত্র যুব ও মহিলাদের এগিয়ে আসা দরকার বলে অভিমত প্রকাশ করলেন তিনি।