Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদ্যা ভারত স্কাউট আ্যন্ড গাইডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপিত।

দ্যা ভারত স্কাউট আ্যন্ড গাইডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপিত।

তেলিয়ামুড়া প্রতিনিধি:-

উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার রাখি বন্ধন উৎসব। এই উৎসবে একে অপর কে রাখি পড়িয়ে দেয় সুভাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে। এই রাখি বন্ধন উৎসব প্রত্যেক বছরই বেশ উচ্ছাসের মধ্য দিয়ে প্রতি ঘরে পালিত হয়ে থাকে। ১৯০৫ খ্রিষ্টাব্দে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার জন্য চেষ্টা চালাচ্ছিল তখন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম সহ অন্যান্য ধর্মের ধর্মালম্বীদের মধ্যে সুভাতৃত্ব বোধ টাকে জাগিয়ে তুলতে এই রাখি বন্ধন উৎসব শুরু করেন। এর পর থেকেই এই রাখি বন্ধন উৎসব সারা বিশ্ব জুড়ে প্রত্যেক বছর পালিত হয়ে থাকে বেশ উদ্দীপনার মধ্য দিয়ে । কিন্তু যেখানে প্রত্যেক বাড়িতে রাখি পূর্নিমা উৎসব পালিত হয়ে থাকে সেখানে দ্যা ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার সদস্য সদস্যারা একটু ব্যাতিক্রমী। আজ এই সংস্থার তেলিয়ামুড়া ইউনিটের অন্তর্গত সারদাময়ী স্কুল ইউনিটের পক্ষ থেকে সংস্থার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকারা তেলিয়ামুড়ার মহকুমার সি.আর.পি.এফ ক্যাম্প, টি. এস. আর ক্যাম্প সহ তেলিয়ামুড়া থানা, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বিভিন্ন অফিস এর কর্মীদের হাতে রাখি পড়িয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এই রাখি বন্ধন উৎসব কে কেন্দ্র করে এদিন দ্যা ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার সদস্য সদস্যাদের মধ্যে উন্মাদনা এবং উদ্দীপনা ছিল আলাদা ছন্দে। এই রাখি বন্ধন উৎসব সম্পর্কে বলতে গিয়ে দ্যা ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার পক্ষে স্কাউট মৃন্ময় রায় প্রথমেই সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে তিনি বলেন যে, সকলের মধ্যে সুভাতৃত্বের বন্ধন কে অটুট রাখতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বিগত দিনেও এই স্কাউট অ্যান্ড গাইড ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কর্মকাণ্ড করা হয়েছে এবং বর্তমানেও তারা তাদের কর্মকান্ড জারি রেখেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য