খোয়াই প্রতিনিধি ৫ ই আগস্ট……রাত পোহালেই শুরু হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচন ।এই নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় আসীন হওয়ার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে তারই মধ্যে বিজেপি দলের বন বাজার শক্তি কেন্দ্রের এক কোঅর্ডিনেটর ৯ বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ সোমবার চাঁপাহওয়ার থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে।ঘটনায় বিবরণ দিয়ে পুলিশ জানায় চম্পা হাওয়ার থানাধিন বনবাজার এডিসি ভিলেজের মোহন্ত বস্তি এলাকার বাসিন্দা নগেন্দ্র নমঃশূদ্রে ছেলে ধীরেন্দ্র নম শূদ্র ৪৫ এলাকারই এক নয় বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়।পুলিশ এও জানান গত বৃহস্পতিবার দুপুর ১টা৩০ মিনিট নাগদ এলাকারই এক নয় বছরের মেয়ে নিজ বাড়ি যাওয়ার পথে ওই এলাকার বিজেপি দলের শক্তি কেন্দ্রের কোঅর্ডিনেটর ধিরেন্দ্র নমঃশূদ্র নাবালিকা মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে হুমকি দেয় যদি এই ঘটনা কাউকে বলে তাহলে মেয়েটিকে হত্যা করা হবে।এরপর মেয়েটি ভয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে যায় মেয়েটি কান্নাকাটি দেখতে পেয়ে তার পিতা-মাতা কি হয়েছে জানতে চাইলে মেয়েটি সমস্ত ঘটনা খুলে বলে শেষে মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। এরপর শুক্রবার নাবালিকার মেয়েটির পিতা-মাতা লিখিত আকারে অভিযোগ জানিয়ে ধীরেন্দ্র নমঃশূদ্রের বিরুদ্ধে চাম্পা হাওয়ার থানায় একটি মামলা করে যার কেস নম্বর 11/2024 02/08/2024 ধারা গুলি হল 65(2)BNS AND 4 OFF pocso এই ধারায় মামলা নিয়ে চাম্পাহওয়ার থানার পুলিশ বীরেন্দ্র নমশূদ্রকে গ্রেফতার করতে কাজে নেমে পড়ে ।কিন্তু সেই ঘটনার পর ধীরেন্দ্র নমঃশূদ্র পালিয়ে যায় শেষে গোপন সূত্রে ভিত্তিতে চম্পা হওয়ার থানার পুলিশ সোমবার দুপুরে বন বাজার চমাবস্তি এলাকা থেকে ধীরেন্দ্র নমঃশূদ্রকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালত ধীরেন্দ্র নমঃশূদ্রকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়ে দেয়।