Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাবার ব্যবসায়ীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে খোয়াই রাবার ডিলার এসোসিয়েশনের উদ্যোগ গঠিত হলো...

রাবার ব্যবসায়ীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে খোয়াই রাবার ডিলার এসোসিয়েশনের উদ্যোগ গঠিত হলো নতুন কমিটি

খোয়াই প্রতিনিধি ২৪শে জুলাই…. রাবার ব্যবসায়ীদের অস্তিত্ব বজায় রাখতে বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে খোয়াই রাবার ডিলার অ্যাসেশনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় খোয়াই অরবিন্দ পাক স্থিত আশীর্বাদ গেস্ট হাউজের কনফারেন্স হল। এই দিন রাবার ডিলার এশিয়েশনের মূলত বৈঠকটি ছিল খোয়াই রাবার ডিলার এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা ও সম্প্রীতি খোয়াই রাবার ডিলারদের রাবারের ব্যবসা করার ক্ষেত্রে যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যেই প্রতিবন্ধকতা আগামী দিনে খোয়াই এর তথা রাজ্যের স্থানীয় রাবার ডিলারদের ব্যবসা চালিয়ে যাওয়া প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এইসব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় ডিলার এশিয়েশনের সমস্ত সদস্যদের নিয়ে।উক্ত ডিলার এসিয়েশনের সভার মঞ্চে উপস্থিত ছিলেন রাবার ডিলার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি কল্যাণ দেববর্মা এবং রাবার ডিলার কেন্দ্রীয় কমিটির সম্পাদক তমাল মজুমদার সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠানে রাবার ডিলার এসোসিয়েশনের নেতৃত্ব তমাল মজুমদার এবং কল্যাণ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত দিনে রাজ্যের বাইরের বড় বড় ডিলার যারা আছেন তারা মূলত রাজ্যের শিল্প নগরীতে থেকে তারা রাবার ক্রয় করবেন বিশেষ করে রাবার সিট এবং স্ক্যাপ গুলি ,এবং রাজ্যের বিভিন্ন এলাকা সহ খোয়াইয়ের বিভিন্ন ডিলারদের কাছ থেকে। বর্তমান সময়ে বিশেষ করে কেরালা, দিল্লি ,মুম্বাই এই সমস্ত জায়গার বড় বড় ডিলাররা রাজ্যে তথা খোয়াইয়ের প্রত্যন্ত এলাকাগুলিতে জমি ক্রয় করে স্মোক হাউস বানিয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে চড়া দামে রাবার ক্রয় করছেন। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে মুনাফা কামানোর জন্য ব্যবসা করে যাচ্ছে এতে করে খোয়াই তথা রাজ্যের স্থানীয় ডিলাররা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে অবশ্য চাষীদের কিছুটা লাভ হচ্ছে কিন্তু এর পরিণাম কিন্তু ভালো হবে না আগামী দিন ওটা পরিষ্কার বুঝা যাচ্ছে। কারণ স্থানীয় ডিলাররা তাদের ব্যবসা এইভাবে দীর্ঘদিন চালু রাখতে পারবে না অবশ্য অদূর ভবিষ্যতে রাবারের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তখন কিন্তু বহি রাজ্যের ডিলাররা নিজেদের মর্জি মাফিক দরে রাবার ক্রয় করবেন। এতে ক্ষতির শিকার হবে চাষী এবং যারা ছোট ছোট রাবার ব্যবসায়ী আছেন। এখানে মনে রাখার প্রয়োজন রেজিস্টারকৃত রাবার ডিলার ছাড়াও রাজ্য তথা খোয়াই তে প্রচুর সংখ্যক ছোট ছোট রাবার ব্যবসায়ী আছেন যাদের জীবন জীবিকা এই রাবার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে চলে। গোটা বিষয়টি অর্থাৎ স্থানীয় রাবার ডিলারদের কে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। এখন দেখার বিষয উক্ত সভাতে যে আলোচনা ক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই আলোচনা আগামী দিন খোয়াই রাবার ডিলার ও ব্যবসায়ীদের ক্ষেত্রে কতটুকু সুফল প্রদান করে সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য