Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যএমবিবি বিমানবন্দর কে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার...

এমবিবি বিমানবন্দর কে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলার এমবিবি বিমানবন্দর কে অতি শীঘ্র আন্তর্জাতিক বিমানবন্দরূপে ঘোষণা দেওয়ার দাবি জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ।একই সাথে এমবিবি বিমানবন্দরে অবিলম্বে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর দাবিও জানান তিনি ।বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় নগর বিমান মন্ত্রণালয়ের নিকট এই দাবি জানান রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা এমবিবি বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর রূপে ঘোষণার প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া এবং ইমিগ্রেশন চেকপোষ্টের সূচনা করা সহ বিমান বন্দরের পরিচালন ব্যবস্থাকে আরো অত্যাধুনিকীকরনের বিষয়ে বৃহস্পতিবার সংসদে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনই তিনি সংসদে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে বলেন ,আগরতলা এমবিবি বিমান বন্দর ত্রিপুরার একমাত্র বিমান বন্দর উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার। আগরতলায় নতুন বিমান বন্দরটি ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত ধরেই উদ্বোধন হয়েছিল। এর মধ্যে ১হাজার আন্তঃ রাজ্য ও দুইশ আন্তঃ রাষ্ট্রীয় যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। প্রতিবেশী বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের সঙ্গে আন্তর্জাতিক বিমান সংযোগ চালু করার জন্য রাজ্য সরকারে পক্ষ থেকে ১৮ দশমিক ৮৫ কোটি টাকা এয়ারপোর্ট অফ ইডিয়ার সংস্থাকে দেওয়া হয়েছে ।শ্রীদেব সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রয়োজনীয় সব ধরনের পরিকাঠামো গড়ে উঠেছে। ভারত সরকারের অর্থমন্ত্রালয় চার জানুয়ারী ২০২৩ সালেই এমবিবি বিমান বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসাবে ঘোষণা করেছে। তিনি এই দিন গৃহ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন , মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসাবে ঘোষণা করে খুব শীঘ্রই যাতে পরিষেবা চালু করা হয়। উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ব্যয় বরাদ্ধ প্রস্তাবের উপর বক্তব্য রেখে বুধবার সংসদে নজর করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আর বৃহস্পতিবারও তিনি রাজ্যের সার্থকসংশ্লিষ্ট বিষয় সংসদে উপস্থাপন করে নজর কারেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য