Tuesday, July 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসবুজ ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে খোয়াইয়ে বন বিভাগের উদ্যোগে...

সবুজ ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে খোয়াইয়ে বন বিভাগের উদ্যোগে পাঁচ মিনিটে আটশো চারাগাছ রোপন করা হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই জুলাই…..৫ ই জুলাই একই দিনে রাজ্য জুড়ে বন মহোৎসব উদযাপন হতে চলেছে এরই অঙ্গ হিসেবে বনমহোৎসব উপলক্ষ্যে বন বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে খোয়াই তেও বৃক্ষরোপণের অঙ্গ হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।এই দিন সারা রাজ্যেই বন দপ্তরের উদ্যোগে বেলা দশটা থেকে দশটা পাঁচ মিনিট সময় পর্য্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি ছিল।এই কর্মসূচীর মূল বিষয় ছিল সবুজ ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা।এই স্লোগানকে সামনে রেখে বন দপ্তরের ও খোয়াই রেঞ্জের ব্যাবস্থাপনায় এই দিন খোয়াই মহাদেবটিলা স্থিত ২০৮ নং জাতীয় সড়কের ট্রাই জাংশান থেকে পশ্চিম সোনাতলা পর্য্যন্ত ২০৮ বি জাতীয় সড়কের উভয় অংশে মোট আটশো গাছের চারা রোপন করা হয়েছে।এই দিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ও খোয়াই ফরেস্ট রেঞ্জ অফিসার বিমল নমঃশূদ্র সহ অন্যান্যরা।এই দিন অতিথিরা জাতীয় সড়কের দুইদিকে বন মহোৎসব কর্মসূচীর অঙ্গ হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন।এবং মহকুমার পদ্মবিল ফরেস্ট রেঞ্জ, তুলাশিখর ফরেস্ট রেঞ্জের উদ্যোগেও পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে বন মহোৎসবের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।এছাড়া এই বৃক্ষরোপণ কর্মসূচীর অঙ্গ হিসেবে খোয়াই পুর এলাকার ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানটি সম্পন্ন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য