তেলিয়ামুড়া প্রতিনিধি :-
২৯ কৃষ্ণপুর বিধানসভার মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকা গুলির মত নোনাছড়া এডিসি ভিলেজের প্রজাবাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সঙ্কটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে। উল্লেখ যোগ্য এলাকা যার নাম প্রজাবাহাদুর মলসম পাড়া। ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৫০ পরিবারের বসবাস। এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জল-কষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। এলাকায় পানীয় জলের স্তর কোনওকালেই ঠিকঠাক ছিল না। যত দিন যাচ্ছে, সমস্যা তীব্রতার আকার ধারণ করছে । বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় ময়লা, আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে আদি কাল থেকে ব্যবহার করছে বলে জানালেন স্থানীয় মানুষজন। দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্তে করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করা হয় । কিন্তু ১-২ দিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা জানান। এলাকায় পাইপ লাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায়না। বিকল্প ব্যবস্থা বলতে পূর্ব পুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্বে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের। অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের। আঢাকা ও অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আশির সকলের জল বাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায়।এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয়না বলে অভিযোগ ।
পানির জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন এলাকার বসবাসকারী গিরিবাসিদের ।