Tuesday, July 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদনিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটনা...

নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটনা খোয়াই বাইজাল বাড়ি এলাকায়।

খোয়াই প্রতিনিধি ২৪ শে জুন…..সোমবার সকালে নিজ বাড়িতে বিদ্যুৎ সারাই এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোমবার সকাল নয়টা নাগাদ। খোয়াই থানাধীন বাই জাল বাড়ি স্থিত ঈশ্বর চন্দ্র পাড়ায়। মৃত যুবকের নাম ইলিম দেববর্মা ৩৪।পরিবার সূত্রে জানা যায় রবিবার রাত থেকে বিদ্যুৎ চপলতায় ভুগছিল গোটা পরিবার। বিষয়টি বিদ্যুৎ দপ্তর কে জানানো হয়। খবর পেয়ে বিদ্যুৎ কর্মীরা না আসায় সোমবার সকালে পরিবারের সদস্য ইলিম দেববর্মা নিজে বিদ্যুৎ সারাই এর কাজে হাত লাগায়। উক্ত যুবক যখন নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল তখন পরিবারের লোকেরা অন্য ঘরে ছিল ইতি মধ্যেই ইলিম বিদ্যুৎসৃষ্ট হয়ে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ ই পরিবারের এক সদস্যের নজরে আসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে ইলিম দেববর্মা। সাথে সাথে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। ইলিম কে শেষ রক্ষা করতে পারল না পরিবারের লোকরা । হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনায় ইলিম দেববর্মার পরিবারের লোকেদের আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ছেলের এই মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না তার মা ও বাবা। জানা যায় দুই বছর পূর্বে ইলিম দেববর্মার বিয়ে হয়। তার এক বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।পরবর্তী সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে মৃতদেহের ময়নাতদন্ত করে পরিবারের লোকদের হাতে মৃতদেহ তুলে দেয়। ইলিম এর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিকে সোমবার দুপুরে ইলিম এর মৃতদেহটি তার নিজ বাড়িতে পৌছলে গোটা গ্রামের মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। জানা যায় ইলন ইলেকট্রিকের কাজকর্ম ও করত এলাকাতে। এবার প্রশ্ন হল গত কিছুদিন আগে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী বিদ্যুৎপৃষ্ট হয়ে বেহেলা বাড়ি এলাকাতে মৃত্যুবরণ করে। সেই জায়গাতে সঠিক ট্রেনিং ছাড়া এলাকাতে বিদ্যুতের কাজ করত ইলিম। এই বিষয়টি সংশ্লিষ্ট এলাকার জনগণকে অনেকটাই ভাবিয়ে তুলেছে তার মৃত্যুর ঘটনার পর তবে ইলিম এর মৃত্যুতে সমস্ত এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য