খোয়াই প্রতিনিধি ১লা জুন…..খোয়াই থানাদিন লালটিলা এলাকার বাসিন্দা কান্তি দেবের ছেলে কিশান দেব ২২ শনিবার দুপুর একটা নাগাদ ইঁদুরের বিষ খেয়ে নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে ।এরপর পরিবারের লোক যখন দেখতে পায় কিষাণ বমি করছে তখন জিজ্ঞেস করার পর জানতে পারে কিষান বিষ খেয়েছে ।শেষে তড়িঘড়ি খোয়ায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং কিশানের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে।তবে এলাকাবাসীর সূত্রটি খবর জানা যায় ঘটনাটি ঘটেছে প্রণয় ঘটিত বিষয় নিয়ে।কারণ কিশান কোন এক মেয়েকে ভালোবাসতো সেই ভালবাসাতে ধোঁকা খেয়ে কিষান আত্মহত্যা করার পরিকল্পনা নেয় বলে ধারণা করা হচ্ছে তবে কিষানের অবস্থা আশঙ্কজনক কিষান দেব কে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা যায়।