খোয়াই প্রতিনিধি ১লা জুন……প্রধানমন্ত্রীর পুশন প্রকল্পের অন্তর্গত শনিবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের অটোমেটেড মনিটরিং সিস্টেমের এক প্রশিক্ষণ শিবির।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা ও এস ডি ঋষিকেশ দেববর্মা সহ খোয়াই জেলার বিভিন্ন স্কুলের এবং মিড ডে মিলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন।এই প্রশিক্ষণ শিবিরে কমলেশ দাস ও প্রণয় রায় এই দিন টাউন হলে উপস্থিত সমস্ত শিক্ষকদের এ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন যে কিভাবে মিড ডে মিল গুলি চালানো হয় পাশাপাশি স্কুলের বিভিন্ন কাজকর্ম গুলি কিভাবে তদারকি করতে হয়এসব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।তবে এই দিন অনুষ্ঠান সময়ের অনেক পরে শুরু হলেও সম্পূর্ণ শীতল তাপ নিয়ন্ত্রিত নতুন টাউনহলটিতে শিক্ষকদের উপস্থিতির হার চোখে পড়ার মতন ছিল ।কিন্তু প্রচণ্ড দাবদাহে নতুন টাউন হলের শিত তাপ নিয়ন্ত্রিত সমস্ত যন্ত্রাংশ গুলির গোলযোগের কারণে টাউন হলে উপস্থিত সবাই প্রচন্ড গরমে বিব্রত বোধ করছিল।নতুন টাউন হলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে খোয়াই পুর পরিষদের অথচ পুর পরিষদ থেকে শিত তাপ নিয়ন্ত্রিত জন্তাংশ গুলি ঠিকঠাক না করার কারণে এই দুর্গতির সৃষ্টি হয়েছে তাতে করে টাউন হলে উপস্থিত অনেক শিক্ষক শিক্ষিকারাই অসুস্থতা বোধ করেন বলে জানা যায় এবং অনেকেই বিরক্ত প্রকাশ করে শেষে তড়িঘড়ি করে প্রশিক্ষন কিবোর্ড টি শেষ করতে বাধ্য হয় জেলা শিক্ষা দপ্তর।তবে এই দিন টাউন হল এর ভিতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে আর কিছুক্ষণ অনুষ্ঠান চালিয়ে গেলে অনুষ্ঠানে আগত সমস্ত শিক্ষক-শিক্ষিকারা অসুস্থ হয়ে পড়তেন বলে অনেকে মন্তব্য করেন।অথচ পুর পরিষদ প্রচন্ড দাবদাহ এর মধ্যে টাউন ফলে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাংশ গুলিকে সারাই না করেই নিজেদের মুনাফা কামাতে বে ধরক টাউনহল ভাড়া দিয়ে বিভিন্ন সংগঠন থেকে মুনাফা কামাতে ব্যস্ত।
বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।