খোয়াই প্রতিনিধি ৪ঠা এপ্রিল……ভারতীয় মজদূর সংঘের বিভিন্ন শাখা সংগঠন এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে বুধবার সন্ধ্যায় খোয়াই গনকি এলাকায় কর্মচারীর সংঘের অফিস গৃহে পালিত হলো রাজ্য কর্মচারী সংঘের নবম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ঐদিন সন্ধ্যায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় অফিসে প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন সন্ধ্যায় দত্ত পন্থ থেংরিজি,ভারত মাতা ও বিশ্বকর্মার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সংঘের পক্ষ থেকে। এবং শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব অশোক দাস,বাদল ভট্টাচার্য, মিঠু দেবনাথ এবং লিটন দেব সহ অন্যান্য কর্মচারীবৃন্দরা ।এক সাক্ষাতে কর্মচারী সংঘের বলিষ্ঠ নেতৃত্ব অশোক দাস সংগঠনের প্রতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন বর্তমান সময়ে সংঘ কর্মচারীদের স্বার্থে কাজ করে চলেছে কিন্তু বিগত দিনগুলিতে অর্থাৎ বামফ্রন্টের সময়কালে তাদের কর্মচারীর সংগঠনের যে নেতিবাচক ভূমিকা ছিল তা কর্মচারীদের প্রতি মুহূর্তে বঞ্চিত রাখাহত।এবং প্রতি পদক্ষেপে কর্মচারীদের বঞ্চিত করা,চাঁদাবাজি করে বদলি নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে স্বৈরাচারী ভাব নিয়ে ওরা চলতো তারই স্মৃতিচারণা করা হয় এই দিন আলোচনা সভায়।সংগঠন বিষয়ে আলোচনা করতে গিয়ে অশোক দাস এও বলেন এই সংগঠন সবসময় কর্মচারীদের নিয়ে কাজ করছে পাশাপাশি সুষ্ঠু বদলি নীতি চালু হয়েছে।এই সংগঠন রাজনৈতিক স্বার্থে বদলি এবং রাজনৈতিক মেরুকরণ করে না ।সংগঠনের স্বার্থে কাজ করা হয় এবং কর্মচারীদের দেনা পাওনা থেকে শুরু করে বিভিন্ন স্কুলগুলি যাতে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে শিক্ষাদান করতে পারে সেইদিকে সংগঠন তৎপর রয়েছে।পাশাপাশি প্রত্যেক কর্মচারীর যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে সংগঠন তার হাত বাড়িয়ে দিয়েছে সর্বদাই।বিগত দিনগুলোতে দেখা গেছে অর্থাৎ করুনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই সংগঠন বিভিন্ন সামাজিক কাজকর্মে এই সংগঠন সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে। এবং আগামী দিন সংগঠন সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সুস্থভাবে কাজ করবে বলে আসাব্যক্ত করেন সংগঠনের নেতৃত্ব অশোক দাস।