Friday, July 26, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদইচ্ছে শক্তি আর একটু পরিশ্রম করার মানসিকতা আর মাত্র ৮ মাস সময়...

ইচ্ছে শক্তি আর একটু পরিশ্রম করার মানসিকতা আর মাত্র ৮ মাস সময় এরই মাঝে সফল গ্রামের উদ্যমী এক কৃষক

তেলিয়ামুড়া প্রতিনিধি : শীতকালীন সুস্বাদু ফল আপেল কুল। এই সুমিষ্ট আপেল কুলের রাজ্য এবং বহিরাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে ক্রেতা বিক্রেতাদের কাছে। শীতকালীন এই সুস্বাদু ফলটি পূর্বে রাজ্যের কৃষকরা চাষ না করলেও বর্তমান সময়কালের রাজ্যের বিভিন্ন স্থানে এই ফল চাষ করে কৃষকরা। ফলে রাজ্যের বাজারে এই সুমিষ্ট ফলের চাহিদা ও বাড়ছে দিন কে দিন । পার্বত্য রাজ্য ত্রিপুরায় ভারত সুন্দরী নামে আপেল কুলের চাষাবাদ করেন এক কৃষক। ভারত সুন্দরী নামে আপেল কুলটি দেখতে মূলত আপেল ফলের মতোই। তেলিয়ামুড়া মহকুমার নয়নপুর এলাকার এক উদ্যমী কৃষক মাত্র ৮ মাস পূর্বে ভারত সুন্দরী নামে আপেল কুলের চারা গাছ ক্রয় করে এনে নিজ জমিতে চারা গাছ গুলি রোপন করে আপেল কুলের চাষাবাদ শুরু করেন। নয়নপুর এলাকার ওই কৃষকের নাম বিশ্বজিৎ সরকার । তিনি জানান,,, আজ থেকে প্রায় আট মাস পূর্বে কলকাতা থেকে ভারত সুন্দরী নামে আপেল কুলের সাতশ চারা গাছ কিনে এনে নিজের প্রায় তিন কানি জমিতে চারা গাছগুলি রুপন করে চাষাবাদ শুরু করেন! আর আজ মাত্র ৮ মাস পর তার ফলন পরিপক্ক হয়ে গেছে। সুমিষ্ট ফলগুলি বাজারে বিক্রিও হচ্ছে দেদার ভাবে। তিনি জানান ফলন খুব ভালো হয়েছে এবং এর গুণগত মানও বেশ ভাল। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ভারত সুন্দরী নামক আপেল কুলগুলি ক্রয় করে শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বাজারজাত করে লাভের মুখ দেখছেন বলেও তিনি জানান।এখন গ্রামের ওই উদ্যমী কৃষক বিশ্বজিৎ সরকার বর্তমানে ভারত সুন্দরী নামক সুমিষ্ট আপেল কুলের চারা গাছ ও বিক্রি করছেন। তিনি এও চাইছেন রাজ্যের উদ্যমী যুবকদের অন্য রাজ্যে চারা গাছের জন্য বাড়তি খরচ না করে নিজ এলাকা থেকেই এই সুবিধা গ্রহণ করুক। এতে তিনি প্রয়োজনীয় সহযোগিতাও করবেন। পেশায় উদ্যমী কৃষক বিশ্বজিৎ নিজ খেতের ভারত সুন্দরী নামক আপেল কুলের উৎপাদিত ফলন থেকে নিজের আসার থেকেও বেশি উপার্জন করতে পেরে খুশি ব্যক্ত করে।গ্রামীন উদ্যমী কৃষক ভারত সুন্দরী নামের আপেল কুলটি চাষাবাদ করে নিজ ব্যক্তিগত আয় উপার্জন বেশ ভালই করছে ফলে তিনি আশা ব্যক্ত করেন বেকার যুবকরা যেন এধরনের কাজে এগিয়ে আসে। কারণ বেকারত্ব মানুষের জীবনে নিয়ে আসে হতাশা আর এর থেকেই আসক্তি আসে নেশার । কাজেই এধরনের কাজে যুক্ত হলে অতি অল্প সময়ে যেমন উপার্জন করা সম্ভব।পাশাপাশি বিপথগামীতার পথ ও অনেকাংশে হ্রাস পাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য