Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসদ্য সমাপ্ত নির্বাচনের ফলা ফলে তিন রাজ্যে বিজেপি দল জয়ী হবার কারণে...

সদ্য সমাপ্ত নির্বাচনের ফলা ফলে তিন রাজ্যে বিজেপি দল জয়ী হবার কারণে খোয়াই মন্ডলের উদ্যোগে শহর জুড়ে এক বিজয় মিছিল সংঘটিত করা হয়

খোয়াই প্রতিনিধি ৪ঠা ডিসেম্বর….গত কয়েক দিন আগে সদ্য-সমাপ্ত হল পাঁচ রাজ্যের নির্বাচন। আর সেই নির্বাচনের চার রাজ্যের ফলাফল ঘোষণা হলো রবিবার তাতে রাজস্থান,মধ্যপ্রদেশ,ছত্রিশগড়এই তিন রাজ্যের আসন বিজেপি দল পাওয়ার খুশিতে সোমবার বিকেল চার ঘটিকায় খোয়াই মন্ডলের উদ্যোগে এক বিশাল বিজয় রেলি সংগঠিত করা হয় ।এদিন এই রেলিটি খোয়াই অফিসটিলা রোড স্থিত মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে সুভাষ পার্কের উপর দিয়ে হাসপাতাল চৌহমুনি, বন কর,পুরান বাজার,দুর্গানগর ও লাল ছাড়া হয়ে শেষে মন্ডল কার্যালয়ে এসে বিজয় মিছিলটি শেষ হয়।এই বিজয় মিছিলের নেতৃত্ব দেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিজয় মিছিলে মহিলাদের উপস্থিতির হার ছিল সর্বাধিক আর ওই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পাশাপাশি মিছিলের প্রথম সারিতে ছিল ব্যান্ড পার্টির দল এবং মিছিলে শেষে বড় বড় সাউন্ড বক্স ।মিছিল চলাকালীন সময়ে এক সাক্ষাতে খোয়াই মন্ডল সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপি দল সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের মধ্যে তিন রাজ্য বিজেপি দখলে চলে আসে এবং ঐ রাজ্যের মানুষ ব্যাপক হারে বিজেপি কে আশীর্বাদ ও সমর্থন করার ফলে রাজস্থান ,মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই তিনটি রাজ্য বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি দল।এর পেছনে কারণ রয়েছে মোদি সরকার দেশের সবকটি মানুষের জন্য যে গ্যারান্টি দিয়েছিল যে সর্বাঙ্গীণ উন্নয়নের তাই ওই তিন রাজ্যের মানুষ তাতে মোহর লাগিয়ে দিয়েছে বিজেপি দলের পক্ষে।মন্ডল সভাপতি এও বলেন তিন রাজ্যের জয়ের পরিপ্রেক্ষিতে বলতে পারা যায় আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে মোদি সরকার অর্থাৎ বিজিবি দল জয়ী হবে গত নির্বাচনের তুলনায় আরো বেশি আসন নিয়ে।তাই খোয়াই বাসি ব্যাপক আনন্দিত । তিনি এও বলেন একদিন ভারতবর্ষ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসবে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যও দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করবে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য