Thursday, October 10, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবোনের জামাই এর দ্বারা ধর্ষিতা হলেন ( স্ত্রী।

বোনের জামাই এর দ্বারা ধর্ষিতা হলেন ( স্ত্রী।

খোয়াই প্রতিনিধি ৩০শে অক্টোবর..খোয়াই চেবরী এলাকার শারদীয় দুর্গপূজা উপলক্ষে অরকেস্টার অনুষ্ঠান শেষে বাড়ি বাড়ি ফেরার পথে ধর্ষণ করলো শালকের স্ত্রীকে। ঘটনার বিবরণ দিয়ে মহিলা থানার পুলিশ জানায় রবিবার রাতে খোয়াই চেবরী এলাকার ভীম টিলার বাসিন্দা ধীরেন্দ্র রায়ের ছেলে দ্বিজেন রায় ওরফে কালু (৩২) শালকের স্ত্রীকে নিয়ে এলাকার স্থানীয় ক্লাবের আয়োজিত অর্কেস্ট্রার প্রোগ্রামে গিয়েছিল প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে পাশের জঙ্গলে শ্যালকের স্ত্রীকে টেনে নিয়ে বলপূর্বক ধর্ষণ করেছে বলে ধর্ষিতা মহিলা সোমবার বিকেলে খোয়াই মহিলা থানাতে এক মামলা নথিভুক্ত করেন যার কেইস নাম্বার ২৯/২০২৩ মামলার ধারা গুলি হল ৩৭৬/৫০৬ আই পি সি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ধষক দ্বিজেন রায় জালে তুলতে সক্ষম হয়েছে। পুলিশ সোমবার বিকেলে আদালতের কাছে পাঠান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার জনগণ পুলিশের কাছে দাবি করছেন এই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। শুভবুদ্ধি সম্পন্ন জনগণের দাবি এই সমস্ত কাম লালাসা সম্পূর্ণ মানুষরূপী পশুগুলির জন্য সমাজ কলুষিত হচ্ছে। তাদের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য পুলিশ এবং মাননীয় আদালত যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। চেবরি এলাকার জনগণ আশাবাদী ভীমের টিলা এলাকার বাসিন্দা দ্বিজেন রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এর ব্যবস্থা করবে মাননীয় আদালত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য