খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এলাকায় শনিবার সকালে বিজেপির যুব মোর্চার সমস্ত কার্যকর্তারা মিলে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে এক অভিনব পদ্ধতিতে সমস্ত পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল প্রদান করাহয়। একই সাথে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থা সহ পানীয় জলের সু-বন্দোবস্ত করা হয়। এদিন প্রায় দেড়শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়। এই অনুষ্ঠানে যোগদান করেন খোয়াই বিজেপির মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। তিনি বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সমস্ত এলাকাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন খোয়াই লালছড়া এলাকার বিজেপি যুব মোর্চার রাজেশ মোদক, রিপন বণিক, সঞ্জয় ভৌমিকদের মত একনিষ্ঠ কার্যকর্তাদের উদ্যোগে এই ধরনের একটি মহতী অনুষ্ঠানটি করা হয়। যদিও বিগত বছরগুলিতে খোয়াই এলাকার বিভিন্ন স্কুলগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়ার জন্য বিএমএসের উদ্যোগে বিনামূল্যে গাড়ি. অটো পরিষেবা প্রদান করা হয়েছিল।এবার অভিনব পদ্ধতি তে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসাহের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে, এলাকার যুবকদের এই অভিনব কর্মসূচির জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা সাধুবাদ জ্ঞাপন করেন, আজকের এই কর্মসূচিত অংশগ্রহণ করে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এলাকার যুব অংশের কর্মীদের অভিনব কাজের প্রশংসা করেন তিনি এবং এও বলেন আগামী দিনে এই রকম কর্মসূচি জারি রাখবেন বলে আশা ব্যক্ত করেন।