রবিবার বাসন্তী পূজার নবমী তিথি । আর এই নবমী মানেই রামনবমী। এই রামনবমী উপলক্ষে শহরে এক বিশাল বাইক মিছিল বের করে সনাতন যুবকদের একটি দল। এদিনের মিছিলটি রাজধানীর ভাটি অভয়নগর ঋষিপল্লি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের বাইক মিছিল থেকে এক যুবক বার্তা দিয়েছেন যে সনাতন ধর্মের যুবকরা শান্তি সম্প্রীতি চান তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই নিয়ে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজে বসবাস করতে চান বলে।