Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যএকমাত্র বিজেপিই কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে -প্রদেশ বিজেপি সভাপতি

একমাত্র বিজেপিই কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে -প্রদেশ বিজেপি সভাপতি

চলুন, সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের সার্বিক কল্যাণে অঙ্গীকার পালন করি ।৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের এমনটাই একতার বার্তা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

সারা দেশের সাথে রবিবার রাজ্যেও ভারতীয় জনতা পার্টির 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত হয় ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। এখানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে প্রদেশ বিজেপি সভাপতি জানান ,বিজেপিই একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দল কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে। এই প্রসঙ্গে নিজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, ১৯৯১ সালে তিনি বিজেপিতে যোগদান করেন ।বিজেপি দলে আছেন বলেই তিনি আজ বিজেপির প্রদেশ সভাপতি হতে পেরেছেন।এটা উনির পরম সৌভাগ্য। প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন ,বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারও মানুষের জন্য কাজ করে চলছে। মানুষের সার্বিক উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। এবারের বাজেট প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ২০২৫-২৬ বর্ষের বাজেটেও এই দিকটি প্রতিফলিত হয়েছে ।দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন ,চলুন আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য সার্বিক কল্যাণের অঙ্গীকার পালন করি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধায়ক সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য