বসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে মার্চ……১০ দফা দাবি নিয়ে বুধবার সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত টানা চার ঘন্টা মিড ডে মিলের কর্মীরা সড়ক অবরোধে বসলো খোয়াই থানাধীন বেলফাঙ্গ এলাকার।
তাদের ১০দফা দাবি গুলি হল মিড ডে মিলের কোক কাম হেল্পারদের বকেয়া বেতন ১৮০০০টাকা প্রদান করতে হবে, মিড ডে মিলের কর্মীদের ইচ্ছাকৃত ছাঁটাই করা চলবে না, নিয়মিত বেতন প্রদান করতে হবে। বেতনের সাথে বোনাস বৃদ্ধি করতে হবে, প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। ১০ মাসের জায়গায় ১২ মাস তাদের বেতন দিতে হবে। পেনশন চালু করা, এবং অবসরকালীন ৫ লক্ষ টাকা প্রধান সহ ১০দফা দাবি নিয়ে ১০৮ নং বি জাতীয় সড়কে অবরোধে শামিল হয়। খোয়াই জেলার মিড ডে মিল কোক কাম হেল্পারদের কমিটির উদ্যোগে জেলার সমস্ত কর্মীরা একত্রিত হয়ে বুধবার সকাল ৯ টা নাগাদ খোয়াই -আগরতলা ১০৮ নং বি জাতীয় সড়ক অবরোধ করে বেলফাং এলাকায়। এই দিন সমস্ত মিড ডে মিলের কর্মীরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বসে থাকে । অন্যদিকে প্রচন্ড দাবদাহের মধ্যে ওই রাস্তার উভয় দিকের কয়েক শতাধিক গাড়ি আটকে পড়ে। তাতে ওই সমস্ত গাড়িগুলির যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় প্রচন্ড দাবদাহের মধ্যে। আন্দোলনের প্রথমে পুলিশ প্রশাসন আন্দোলন প্রত্যাহারের জন্য চেষ্টা করলেও তার রক্ষা হয়নি। শেষে এই পথ অবরোধের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন আই এস পি কে দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, ডি সি এম হেমন্ত ধর সহ অন্যান্য। শেষে তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার ফলে পথ অবরোধকারী তাদের অবরোধ প্রত্যাহার করে। এবং এবং অবরোধকারীদের কে নিয়ে মহকুমা শাসকের সাথে বৈঠকে মিলিত হন। এবং এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ই এপ্রিল অবরোধকারীরা তাদের দাবি দাওয়া নিয়ে পুনরায় মহকুমা শাসকের সাথে বৈঠকে বসবেন বলে জানান জেলা শিক্ষা অধিকারীক দীনেশ দেববর্মা।