Sunday, June 22, 2025
বাড়িখবররাজ্যবিজেপি শাসনে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল...

বিজেপি শাসনে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস

সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, মহিলা কংগ্রেস সভানেত্রীসহ অন্যান্য নেতৃত্বরা । এদিন সংবাদ মাধ্যমের সামনে বর্তমান সরকারের নারীদের নিয়ে জনসম্মুখে দাবি করা মহিলারা আত্মনির্ভরতার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন ইউপি সরকারের আমলের পর থেকে এখন নারী ও শিশু কন্যা সংক্রান্ত অপরাধের সংখ্যা ২৮ শতাংশ বেড়ে গেছে। এতে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় ৫০টি নারী সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে দেশে মোদির শাসনকালে প্রতিদিন দেশে গড়ে ৮৮ জন ধর্ষিতা বা গণধর্ষিতা হচ্ছেন। এগুলির মধ্যে ১১ টি ঘটনায় হচ্ছে আদিবাসী নারীদের ক্ষেত্রে। রাজ্যেও নারীদের উন্নয়ন নিয়ে নানা কথা বলা হচ্ছে। অথচ নারী অপরাধ সংক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তার মধ্যে রয়েছে ত্রিপুরা। গত দেড় মাসে রাজ্যে চারটি শিশু ধর্ষণের ঘটনা, পাঁচটি নারী শীলতাহানির ঘটনা লিপিবদ্ধ হয়েছে। নারী পাচারের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই রাজ্যে নারীঘটিত অপরাধের প্রতিবাদে মহিলা কংগ্রেসের আগামী ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন বলে জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য