আগরতলা শহরে বাইক চোরদের দাপট ক্রমশাই বৃদ্ধি পেয়েছে বাড়িঘর বাজারের সামনে থেকে বাইক স্কুটি চোরের দল চুরি করে গা ঢাকা দিচ্ছে। শনিবার পশ্চিম থানায় কান্তি দাস নামের জৈনেক ব্যক্তি পশ্চিম থানায় মামলা করেন বটতলা বাজারের কাছ থেকে বাইক চুরি হয়ে যায় সে মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ বটতলা ফাঁড়ির রিমান্ডের আবেদন জানিয়ে ওসি সমেত একটি টিম গঠন করে তদন্ত নামে গতকাল রাত্রিতে এক চোরকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে একটি স্কুটি সহ আর দুটি বাইক উদ্ধার করা হয় যে বাইকো স্কুটি গুলো আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি করা হয়েছেেপাশাপাশি তিনি আরো বলেন আলমগীর মিয়া নামে এক চোরকে গতকাল গ্রেফতার করে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে মঙ্গলবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাসপুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই চোরের তাদের কাছ থেকে উদ্ধারকৃত বাইক ও স্কুটিগুলির মালিকদের শনাক্তকরণের কাজ চলছে। পুলিশ আশা করছে, এই গ্রেফতারের ফলে আগরতলা শহরে বাইক ও স্কুটি চুরির ঘটনায় কিছুটা হলেও কমতি আসবে। তবে পুলিশ এই ধরনের চুরির ঘটনা রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং পুলিশ পেট্রোলিং বৃদ্ধি করা। ওসি পরিতোষ দাস আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, অপরাধিক ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হবে এবং তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের জন্য আদালতে প্রয়োজনীয় প্রমাণ পেশ করা হবে। তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন পার্কিং করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা জরুরি।