দারিদ্রমুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে সমবায়ের ব্যাপক গুরুত্ব রয়েছে ।মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সংক্রান্ত রাজ্যভিত্তিক কনফারেন্সের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।
মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীন বিভিন্ন ল্যাম্পস এবং প্যাক্স গুলিকে নিয়ে এক রাজ্যভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয় ।ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এন সি ইউ আই -এর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় ।এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ এন সি ইউ আই এর আধিকারিকরা ।এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যের লেম্পস এবং প্যাক্স গুলিকে এখন বহুমুখী দিক নিয়ে কাজ করতে হবে ।এদেরকে এখন দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতি স্থাপন করতে হবে ।ই পরিষেবা প্রতিষ্ঠা করতে হবে। কমন সার্ভিস সেন্টার পরিচালনা করতে হবে। কৃষকদের উৎপাদিত শস্য সংরক্ষণে লেম্পস ও প্যাক্স গুলিকে গোডাউন করতে হবে ।মুখ্যমন্ত্রী জানান, সমবায়ের মাধ্যমে দেশকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ।এই ক্ষেত্রে গ্রামে সমবায় কে শক্তিশালী করে তুলতে হবে ।এতে রাজ্য ও দেশ শক্তিশালী হবে ।তিনি আরো বলেন, সমবায়কে কেন্দ্র করে রাজ্য দুর্নীতিমুক্ত এবং দারিদ্রমুক্ত রাজ্য হিসেবে পরিগণিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া এবং ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া’র আধিকারিকরা।