Wednesday, February 12, 2025
বাড়িখবররাজ্যসেচ যোগ্য জমি ও জলাভূমি নিরূপণে বিশেষ কর্মশালা শুরু

সেচ যোগ্য জমি ও জলাভূমি নিরূপণে বিশেষ কর্মশালা শুরু

সারা দেশের সাথে রাজ্যেও সেচ যোগ্য জমি ও জলাশয়ের পরিমাণ নিরুপনের উপর সেনসাস হচ্ছে ।এই লক্ষ্যে মঙ্গলবার থেকে প্রজ্ঞা ভবনে তিন দিনের আঞ্চলিক প্রশিক্ষণকর্মশালা শুরু হয়েছে ।কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের জলসম্পদ দপ্তরের আধিকারিক সহ জলশক্তি মন্ত্রণালয়ের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

রাজ্যে সেচযোগ্য জমির পরিমাণ খুঁজে বের করা হচ্ছে এর জন্য অতিসত্বর সেন্সাস অনুষ্ঠিত হবে ।একই সাথে খুঁজে বের করা হবে রাজ্যে জলাশয়ের মোট পরিমাণও। কিভাবে এই সেচ যোগ্য জমি ও জলাশয়ের সেন্সাস করা হবে সেই বিষয়ের উপর তিন দিনের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার থেকে প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে। এই কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের জলসম্পদ দপ্তরের আধিকারিক সহ কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের আধিকারিক এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকগন উপস্থিত রয়েছেন। এদিন রাজ্য সরকারের পূর্ত দপ্তরের অধীন জলসম্পদ বিভাগের সুপারেনন্টেন্ড ইঞ্জিনিয়ার ডক্টর জয়ন্ত দেববর্মা এই সংবাদ জানান।

এদিন রাজ্য সরকারের উত্তর দপ্তরের জল সম্পদ বিভাগের আধিকারিক ডক্টর জয়ন্ত দেববর্মা আরো জানান, কর্মশালার উদ্বোধনী দিনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখবেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং রাজ্যের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার তপন লোধ।আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য