বিভিন্ন সংগঠনে বাংলাদেশ চলো অভিযানকে ঘিরে সাজো সাজো রব পুলিশ প্রশাসনের আখাউড়া রোডে আইপিসির সামনে দুই স্থানে সৃষ্টি করা হয়েছে ব্যাম্বো ব্যারিকেড বিষয়টি উপর তীক্ষ্ণজর রেখে চলছে পুলিশ প্রশাসন।
পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর উৎপিরন ইসকনের ব্রহ্মচারী গ্রেফতার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার জেরে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ এরই মধ্যে নাম গোত্রহীন একটি সংগঠন বাংলাদেশ চলো অভিযানের ডাক দিয়েছে সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে অনুমতি প্রদান করেনি এই বাংলাদেশ চলো অভিযানকে ঘিরে মঙ্গলবার পুলিশ প্রশাসন ছিল অতিমাত্রায় সক্রিয় প্রতিবাদী গোষ্ঠী যেন কোনমতেই আখাউড়ার চেকপোষ্টের সামনে যেতে না পারে সেই লক্ষ্যে আখাউড়া রোডে দুটি স্থানে বেম্বো ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ সংশ্লিষ্ট রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে গোটা ব্যবস্থার উপর তীক্ষ্ণ নজর দাড়ি রেখে চলছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানান আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধ উপায়ে আসা যাওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে না তিনি আরো জানান মঙ্গলবার এর জন্য এই ব্যাম্বু বেরিকেট অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে।
সোমবারের আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে হামলার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে, সোমবার রাতে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় আরো কিছু অভিযুক্ত জড়িত তাদের নাম ও পরিচয় জানার জন্য ধৃত সাত অভিযুক্তকে মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশের সরকারি হাইকমিশনারের কার্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঘটনার পর থেকেই বাংলাদেশের সরকারি হাইকমিশনারের কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা হয়েছে।