Friday, January 17, 2025
বাড়িখবরখেলালক্ষ্য স্থির থাকলে সিদ্ধিলাভ হবেই : ক্রীড়া মন্ত্রী

লক্ষ্য স্থির থাকলে সিদ্ধিলাভ হবেই : ক্রীড়া মন্ত্রী

লক্ষ্য স্থির থাকলে সিদ্ধি লাভ হবেই ,আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন উপলক্ষে খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধন করে এই কথা বললেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। রাজ্যের দিব্যাঙ্গগজনদের সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

মঙ্গলবার ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। সারা বিশ্বে যথাযথভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে। রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বিদ্যালয় মাঠে খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয় ।এই প্যারা গেমসের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ,যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।এই অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,কর্পোরেটর অলক ভট্টাচার্জি, হিমানী দেববর্মা, মনি মুক্তা ভট্টাচার্জি প্রমুখও উপস্থিত ছিলেন ।এই অনুষ্ঠানে দিব্যাঙ্গ দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় রাজ্যের দিব্যাঙ্গদের বীর দর্পে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন ।তিনি বলেন ,কেন্দ্র এবং রাজ্য সরকার দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলছে ।এর একমাত্র লক্ষ্য হলো তারা যেন স্বাভিমানের সাথে বাঁচতে পারে ।এই ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন মন্ত্রী ।তিনি বলেন,লক্ষ্য স্থির থাকলে সিদ্ধিলাভ হবেই ।এই প্রসঙ্গে দেশের প্যারা তীরন্দাজ শীতল দেবীর সাফল্য তুলে ধরে তিনি বলেন ,পা দিয়ে তীর ছুড়ে ভারতের শীতল দেবী বিশ্বে এখন এক আলোচিত নাম ।

এদিন খেলো ত্রিপুরা প্যারা গেমসে বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রচুর সংখ্যক দিব্যাঙ্গ ক্রীড়াবিদরা এই প্যারা গেমসে অংশগ্রহণ করেন ।ক্রীড়ানুষ্ঠান শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য