বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান আক্রমণে যবনিকা হওয়া উচিত সে দেশের সরকারের সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মনে করেন মুখ্যমন্ত্রী শনিবার সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলেন।
পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ হিন্দুসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার উৎপিরোজন হচ্ছে এই অত্যাচার উত্তিরন সে দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার লাগাম জানতে পারছে না উপরন্তু ইসকনের এক ধর্মগুরুকে প্রশাসন মিথ্যা মামলায় গ্রেফতার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে উত্তাল এবং ভয়াবহ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশের ঘটনাবলী নিয়ে রাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার উৎপিরন কোনভাবেই বাঞ্ছনীয় নয় বলে জানান মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের ওপর এক তপ্তের উত্তরে মুখ্যমন্ত্রী জানান রাজধানীর পুষ্পবন্ত ভবনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। উন্নয়নের নিরিখে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
এদিকে রোমান্স স্ক্রিপ্ট এর দাবিতে শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন উচিত নয় গত বছরই সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিপ্রা মথা সুপ্রিমোর সাথে কথা হয়েছে।