Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যকর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিল বিদ্যুৎ নিগম

কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিল বিদ্যুৎ নিগম

বিদ্যুৎ নিগমের সকল স্তরের কর্মচারীদের ৫% ডিয়ারনেস এলাউন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হল।শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল ।তিনি জানান,এতে করে বছরে নিগমের অতিরিক্ত ৬কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে।

সম্প্রতি রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গত এক অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হয় ।রাজ্য সরকারের ডিএ প্রদানের সিদ্ধান্তের পর রাজ্যের বিভিন্ন পিএসইউ গুলি তাদের কর্মচারীদের ডিয়ারনেস এলাউন্স প্রদান নিয়ে উদ্যোগ শুরু করে ।এরই মধ্যে বিদ্যুৎ নিগম নিগমের সমস্ত কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করে। নিগমের সংশ্লিষ্ট কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে ।শনিবার সাংবাদিক সম্মেলন করে এই ডিএ প্রদানের সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ।বিদ্যুৎ নিগম কার্যালয়ে আহুত এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের মধ্যে বিদ্যুৎ নিগমই প্রথম যে তার কর্মচারীদের জন্য ৫% মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলো ।চলতি মাসের এক নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হবে। নিগমের সকল স্তরের কর্মচারীরা পাঁচ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন ।এই সিদ্ধান্তের জন্য নিগমের প্রতি বছরে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান, রাজ্যে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম এর মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা প্রদানের কাজ এগিয়ে চলছে। ২০১৮ সাল পর্যন্ত রাজ্যে মোট ২০৩ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল এর মাধ্যমে বিদ্যুৎ সম্প্রসারণের ব্যবস্থা হয়েছিল। আজকের দিন পর্যন্ত আন্ডার গ্রাউন্ড ক্যাবলের পরিধি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭৭ কিলোমিটার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য