Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যরেলে গাঁজা পাচারের অভিযোগে রেলের চার প্যান্ট্রি বয় গ্রেপ্তার

রেলে গাঁজা পাচারের অভিযোগে রেলের চার প্যান্ট্রি বয় গ্রেপ্তার

রেলে গাঁজা পাচারের অভিযোগে চার প্যান্টি বয়কে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রেলস্টেশনে ২৯৮ কিলো গাঁজা সহ বিহারের দুই যুবক বিটু কুমার এবং অনুকূল কুমারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পরই চারজন প্যান্ট্রি বয়ের নাম উঠে আসে। তাদের চারজনকেই রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের চারজনের বাড়ি বিহার। ধৃতরা হল বিকাশ কুমার, কিষাণ কুমার রাউত, গৌতম কুমার এবং সুশীল কুমার। আগরতলা জিআরপি থানার ওসিসোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস দাস জানান জি আর পি থানার পুলিশ এর খবর ছিলোরানী কমলা বতী এক্সপ্রেস দিয়ে তার বহিরাজ্যে পাকিয়ে যাবে সেই মোতাবেক রেল স্টেশনে চার পেন্টি বয় আসতেই তাদেকে গ্রেপ্তার করা হয় সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় পাশাপাশি তিনি আর বলেন এ মামলার সাথে হালকারা জড়িত আছে রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য