বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে আবারো জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ উপজাতি ছাত্র ছাত্রীরা।তাদের অভিযোগ এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ ২ সপ্তাহের উপর হয়ে গিয়েছে এখনো কোন হেলদোল নেই দপ্তরের বলে। এদিন এক ছাত্রী জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে পরীক্ষা ফি কোথায় থেকে দেবে বলে ? তাছাড়া গত নভেম্বর মাসের ১ তারিখ যখন এরা দপ্তরে এসে যোগাযোগ করেছিল তখন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফিজিক্যালি ইন্সপেকশন করার পর যদি এরা জেনুইন স্টুডেন্ট হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে বলে। কিন্তু আজ এক সপ্তাহের উপর হবার পর ও কোন প্রকার হেলদোল নেই দপ্তরের পক্ষ থেকে , আজ আবার দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে এদেরকে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলেও এদিন অভিযোগ করে উপজাতি ছাত্র ছাত্রীরা।