রাজধানীর গেদু মিয়া মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মসজিদের কারুকার্য দেখে অভিভূত হন তিনি। মসজিদ সংস্কার নিয়ে রাজ্য সরকারের আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যপাল।
রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সোমবার সকালে রাজধানীর গেদু মিয়া মসজিদ পরিদর্শনে যান। রাজ্যপাল কে সেখানে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। গোটা মসজিদ ঘুরে দেখেন রাজ্যপাল । মসজিদের ইমাম ও অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি। মসজিদ কর্তৃপক্ষ মসজিদ সংস্কারের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান ।এদিন মসজিদ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন ,ত্রিপুরায় অনেক পুরনো ঐতিহাসিক প্রাসাদ রয়েছে ।গেদুমিয়ার মসজিদ এর মধ্যে একটি ।মসজিদের কারুকার্য দেখে অভিভূত রাজ্যপাল বলেন, মসজিদটি রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে নিতে পারে। মসজিদে সংস্কার নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
রাজ্যের পর্যটন শিল্প নিয়েও অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। বিশেষ করে গোমতী জেলার নারিকেল কুঞ্জ এবং সিপাহী জলা জেলার নিরমহলের প্রসঙ্গ টেনে এনে রাজ্যপাল বলেন, এই সমস্ত স্থানগুলো রাজ্যের পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। রাজ্যপাল আরো বলেন, ত্রিপুরায় শিক্ষার হাব হয়েছে, স্বাস্থ্যের হাব হয়েছে ।পর্যটনের হাব গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।