পঞ্চায়েত নির্বাচন শেষে প্রথমবারের মত জেলা পরিষদের জেনারেল বোর্ডের বৈঠক করা হয় সোমবার আগরতলার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ সীলসহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠক প্রসঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সংবাদ মাধ্যমকে জানান ইন্ডাস্ট্রিয়াল , লাইভলিহুড , কমিউনিকেশন , এডুকেশন , হেলথ এই সমস্ত দপ্তরগুলিতে পরিচালন কমিটি গঠন করা হয় ও সেগুলিতে অধিকর্তা এবং সহ অধিকর্তা নির্বাচিত করা হয় এবং এই কমিটি আগামী ৫ বছর উল্লেখিত দপ্তরগুলি পরিচালন করবে। তাছাড়া যে সমস্ত নির্দিষ্ট এলাকায় কাজ হবে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন ও জনগণের অর্থ যেন জনগণের স্বার্থে ব্যয় করা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হবেন।