সাফল্যের আরো এক পলক অর্জন করতে সক্ষম রাজ্যের শ্রেষ্ঠ যুব সংস্থা উত্তর ত্রিপুরা জেলার উদ্ভাবনী সামাজিক সংস্থা। মূলত ৭ই নভেম্বর ২০২৪ ধর্মনগরে অনুষ্টিত উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসবে প্রথম স্থান অর্জন করে ১৩ থেকে ১৫ই নভেম্বর ২০২৪ ইং কৈলাশহরে অনুষ্টিত রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদ্ভাবনী সামাজিক সংস্থা। আর এই রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠানেও যুবা কৃতি ইভেন্টে হস্তশিল্প ক্যাটাগরিতে রাজ্যের আটটি জেলার মধ্যে অনুষ্টিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। বাঁশ বেতের উপর তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করে উদ্ভাবনী সামাজিক সংস্থার এই সাফল্য অর্জন উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্য নীলাঞ্জন দেব ও নবমিতা নাথ এর হাত ধরে। মূলত উদ্ভাবনী সামাজিক সংস্থা তৈরি বিভিন্ন বাঁশ বেতের সামগ্রী প্রদর্শন করে ২০২০সালে এই উদ্ভাবনী সামাজিক সংস্থা উত্তরপ্রদেশ আয়োজিত জাতীয় যুব উৎসবে দ্বিতীয় স্থান অর্জন করে। ত্রিপুরার বাঁশ বেতের শিল্পের সুনাম সমস্ত বিশ্ব জুড়ে, আর এই ধারাকে অব্যাহত রাখতে উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগেও বাঁশ বেতের উপর তৈরি হয়ে থাকে বিভিন্ন সামগ্রী যা বার বার এনে দিয়েছে সাফল্য। এই বারও এর ব্যতিক্রম হয়নি যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্টিত রাজ্যভিতিক অনুষ্ঠানে, রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে সংস্হার হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও শংসাপত্র। এবার আগামী ১২ই জানুয়ারি ২০২৫ থেকে অনুষ্টিত জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই সংস্থা।