গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বোধজংনগর থানার অন্তর্গত বনিক্য চৌমুণীতে একটি মারুতি ওমনি গাড়ি থেকে ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করে নিয়ে আসেন থানায় বোধজংনগর থানার পুলিশ।এই অভিযানের নেতৃত্বে ছিলেন বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।এই অভিযান নিয়ে বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার জানান TR01 AQ 0494 নম্বরের একটি মারুতি ওমনি গাড়ি দিয়ে মহিলারা গাঁজা পাচার করছে বহিরাজ্যে এই এলাকা দিয়ে।এবং পুলিশ উত্ পেতে বসে তখন ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করে নিয়ে আসে থানায়।গাড়িটি সিজ করা হয়।এবং তাদের বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী মামলা নিয়ে আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান।