ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা। মাথায় হাত চাষীদের, সরকারের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি এবং লোক দেখানো কৃষকদরদী মনোভাবাপন্ন সরকারকে এক হাত নিলেন এক কৃষক।রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা। মাথায় হাত কৃষকদের, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার জলে তলিয়ে গেল ধান থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ ফসল। হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে, শুক্রবার শান মুরা ও লঙ্কা মুরা এলাকায় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লো এমনই কিছু দৃশ্য। যেখানে কৃষিজ ক্ষেতে ফসল ছাড়া শুধু রয়েছে পলিব্যাগ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক কৃষক ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন প্রবল বর্ষণের ফলে বন্যার জল ঢুকে যায় কৃষিজ ক্ষেতে, রাজ্য সরকার এর সুরাহার ব্যবস্থার কথা বললেও কোন প্রকার হেলদোল নেই। ক্ষেতে যে পলিব্যাগগুলা রয়েছে সেগুলোকে পরিষ্কার করাতে যে হাজিরা লাগবে সেটা তো আর রাজ্য সরকার দেবে না, তাছাড়া ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন।