১৯ আগস্ট ত্রিপুরা রাজ্যের রূপকার বলে পরিচিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মতিথি। প্রতিবছর সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উদযাপন করা হয়। রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম, শব্দ কুমার জমাতিয়া, অর্পিতা সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ দিনের কর্মসূচি সম্পর্কে আশীষ কুমার সাহা বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্বল্পকালীন সময়ের জন্য তিনি ত্রিপুরাকে শাসন করেছেন। এই স্বল্প সময়ে তিনি যে সকল কাজ করেছেন তার জন্য রাজ্যের মানুষ এখনো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।