মহিলাদের নিরাপত্তা সুরক্ষায় রাজ্য সরকার সর্বদা সতর্ক পবিত্র রাখি বন্ধন উপলক্ষে রাজ্যবাসী এবং রাজ্যের বোনেদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান নেশা মুক্ত ত্রিপুরার পাশাপাশি হিংসা মুক্ত ত্রিপুরা গড়ার অভিযান চালানো উচিত বলে মনে করেন তিনি।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাস ভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। এইদিন বোনরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে রাখী পড়িয়ে দিয়ে মঙ্গল কামনা করেন। এদিন সকালে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী রাখী পরিয়ে দেন মহিলারা। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন বিজেপি মহিলা মোর্চার কার্যকরতা সহ সকল অংশের মহিলা সহ কলেজের ছাত্র ছাত্রীরা ।পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন , আমাদেরই দায়িত্ব বোনেদেরকে দেখে রাখা। আমরা অনেক সময় ভুলে যাই , আমরা যখন ঘর থেকে বের হই আমরা ভাবি তারা শুধু ঘরের কাজেই থাকবে। কিন্তু ওদের বাইরেও বের হতে হয়। বর্তমান সময়ে মেয়েরা ভিবিন্ন জায়গায় কাজ করছে। বর্তমান সময়ে চারদিকে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ,তাই একজন ভাই হিসাবে মহিলাদের নিরাপত্তা দেওয়া আমারেই কর্তব্য। প্রসঙ্গক্রমে তিনি বলেন , আমরাও চাইছি ত্রিপুরা রাজ্যে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় আর সেই দিশাতেই সরকার কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে এদিক সেদিক হয় কিন্তু যখনই কোন সমস্যা হয় তৎক্ষণাৎ ব্যবস্থ্যা নেওয়া হয়। এবং সেগুলিকে আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি তিনি আরো বলেন এখন আমাদের হিংসা মুক্ত ত্রিপুরা গড়তে হবে। আর হিংসা মুক্ত ত্রিপুরা গড়তে পারলেই যে কোন সময় আমাদের মা ও বোনেরা রাত্রি বেলা হোক আর দিনের বেলা যেকোন সময়ই তারা নির্ভয়ে কাজ করতে আর অসুবিধে হবে না। পাশাপাশি তিনি আরো বলেন যে যেই দলই করুক না কেন রাজনীতিক হিংসা যাতে না হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই পুরানো ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই হবে সুন্দর ত্রিপুরা ,গর্বের ত্রিপুরা।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে পেরে খুসি মহিলারাও। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সকাল থেকে ভিড় জমান বহু মহিলা।সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে সাংবাদিকদের মুখমুখি হয়ে বললেন ,রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব। ভাইদের রক্ষা করার যে একটা তাবিজ আমরা বলি যেটা আমরা বোনেরা ভাইয়ের হাতে বাঁধি। সেই উপলক্ষেই আজ আমরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সকল বোনেরা একত্রিত হয়ে মুখ্যমত্রীর বাড়িতে এসেছি উনার দীঘায়ু কামনা করে রাখি বাঁধতে। পাশাপাশি তিনি রাজ্যের প্রত্যেক যুবক যুবতীদের কাছেও আহবান করেন তারও যেন এইসব ধরনের প্রগ্রাম গুলিতে বেশি বেশি করে অংশগ্রহন করে। এদিন বিজেপি মহিলা মোর্চার অন্যান্য নৃত্রীবৃন্দ ও মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্হিত হয়ে মুখ্যমন্ত্রীর হাতে রাখী পড়িয়ে দেন।