বিজেপি আমলেই রাজ্যের মহারাজা থেকে শুরু করে জনজাতিরা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন ।সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেব বর্মনের ১১৬ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ।এই অনুষ্ঠানেই বিধায়ক রাম পদ জমাতিয়াকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করেন মুখ্যমন্ত্রী।
সোমবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের ১১৬ তম জন্ম জয়ন্তী ।এই উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ।তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ কৃতি দেবী দেব বর্মন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রাম পদ জামাতিয়াকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী ।শিক্ষাক্ষেত্রে বিকাশে এবং ত্রিপুরার ঐতিহ্যময় সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিধায়ক রাম পদ জমাতিয়া কে এই পুরস্কারে পুরষ্কৃত করেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,স্বপ্ন দ্রষ্টা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ।রাজ্যের উন্নয়নে মহারাজার চিন্তা ভাবনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ।এদিন ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে মহারাজার অবদান বিগত সরকার গুলির আমলে মূল্যায়ন করা হয়নি। ইচ্ছে করেই এটা করা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন ,বিজেপি সরকার আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মান প্রদর্শন শুরু করেন। আগরতলা এয়ারপোর্টের মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামকরণ, থাঙ্গা ডার্লং থেকে শুরু করে বিভিন্ন জনজাতি শিল্পী ও ব্যক্তিত্বদের পদ্মশ্রী উপাধি প্রদান -এই কথাই প্রমাণ করে। মুখ্যমন্ত্রী জানান, দেশভাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার। তিনি বলেন, বিভাজনের পলিসি আগের সরকার গুলি সৃষ্টি করে গেছে । তা না হলে রাজ্যে জাতি বা উপজাতি বলতে কোন কিছু ছিল না।এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উদযাপন উপলক্ষে এক টুইট বার্তায় রাজ্যবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টুইট বার্তাটি পড়ে শোনান মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রী বলেন ,এই ধরনের ঘটনা এর আগে ত্রিপুরায় হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২০ সাল থেকে রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার চালু করে ।সে বছর এই পুরস্কার প্রদান করা হয় নবকিশোর জমাতিয়াকে। ২০২১ সালে এই পুরস্কার পান রঙ্গমোহন রায় ।২০২২ এবং ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন চিত্ত মহারাজ তথা চিত্তরঞ্জন দেববর্মা এবং জিষ্ণু দেব বর্মন।