Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যএবার এনইসি বৈঠক হচ্ছে আগরতলায়, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

এবার এনইসি বৈঠক হচ্ছে আগরতলায়, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৩১ আগস্ট থেকে আগরতলায় দুই দিনের নর্থইস্ট কাউন্সিলের বৈঠক বসতে চলেছে ।বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী সহ আরো ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালেরা ।সোমবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই সংবাদ জানিয়েছেন।

এই প্রথম রাজ্যে এনইসি তথা নর্থইস্ট কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলছে ।সবকিছু ঠিকঠাক থাকলে পরে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর -এই দুইদিন আগরতলায় এন ইসির বৈঠক হবে ।এই বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডোনার মন্ত্রী। এছাড়াও এনইসি বৈঠকে ত্রিপুরা বাদে আরো ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালরা উপস্থিত থাকবেন ।উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরাও। সোমবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, বৈঠকে রাজ্যের বিভিন্ন সমস্যা ,বিশেষ করে সীমান্ত সমস্যা এবং উন্নয়নের বিষয় নিয়ে কথা হবে। পাশাপাশি এখন পর্যন্ত কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা নিয়েও চর্চা হবে। অন্যান্য রাজ্যগুলিও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে চর্চা করবে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,এতজন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ,কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা কোথায় থাকবেন ,বৈঠক কোথায় হবে ,সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করা হবে।

এদিকে জানা গেছে এনইসি বৈঠকের জন্য আপাতত দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। একটি হলো প্রজ্ঞা ভবন। অপরটি বিধানসভা ভবন । পর্যালোচনা বৈঠকে আলোচনার ভিত্তিতেই এর কোন একটি স্থানকে বৈঠকের জন্য নির্ধারণ করা হবে ।এই ক্ষেত্রে রাজ্য বিধানসভাতেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছে বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য