বিগত ৬ বছরে অনেক উন্নয়ন কাজ হয়েছে। যেগুলি বাকি রয়েছে আগামী দিনে করা হবে। রবিবার বাইক রেলিতে অংশ নিয়ে একথা বললেন পশ্চিম জিলা পরিষদের ১৭ নম্বর আসনের বিজেপি প্রার্থী উত্তম দাস। তিনি ভোটারদের কাছে আহ্বান রাখেন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে পদ্মছিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি ও মোদীজির হাতকে শক্তিশালী করার। পশ্চিম জিলা পরিষদের শাসক দলের প্রার্থী উত্তম দাস বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। রবিবার প্রার্থীর সমর্থনে বাধারঘাট বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় হয় মোটর বাইক রেলি। এদিন বেলাবর স্কুলের সামনে থেকে বের হয় সুসজ্জিত বাইক রেলি। এলাকার বিভিন্ন পথ ঘুরে। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, বিজেপি সদর শহর জিলা সভাপতি অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর অলক রায়, বাপী দাস, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যরা। বাইক রেলি ঘিরে এলাকায় বেশ সাড়া পড়ে। প্রচুর যুবক এতে অংশ নেয়।