Friday, February 7, 2025
বাড়িখবররাজ্যজুয়ার বিরুদ্ধে অভিযান নেমে এবার সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ

জুয়ার বিরুদ্ধে অভিযান নেমে এবার সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ

রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় নেশা-জুয়ার রমরমা।শুধু নেশায় নয়, জুয়ায়ও আসক্ত হয়ে পড়ছেন একাংশ যুবক। সকাল কিংবা সন্ধ্যা রাজধানীর বিভিন্ন বাজার এলাকায় জুয়ার আসর চলছে চুটিয়ে বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে পুলিস মাঝে মধ্যেও অভিযানও চালায়।এবার পশ্চিম আগরতলা থানার পুলিস অভিযানে নেমে সাফল্য পায়। বটতলা এলাকায় অভিযান চালায় পুলিস জুয়ার আসরে। আটক করা হয় ৬ জুয়াড়িকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়া সামগ্রী , নগদ ১৮০০ টাকা। এ ধরণের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান পশ্চিম থানার ওসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য