অবাধে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটছে রাজ্যে। অভিযোগ প্রতিনিয়ত দালালের মাধ্যে বেআইনি পথে বিভিন্ন সীমান্ত এলাকা ডিঙ্গিয়ে প্রবেশ করছে। কখনও রেল স্টেশন তো কখনও অন্যত্র বাংলাদেশী নাগরিকরা ধরা পড়ছে। এভাবে ক্রমাগত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় বি এস এফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার রাজধানীর পশ্চিম থানা এলাকায় ৩ মহিলা সহ ১২ জন বাংলাদেশী নাগরিক ধরা পড়ে। পুলিস জানায় গোপন খবরের ভিত্তিতে জয়নগর, রামনগর বর্ডার এরিয়া থেকে তাদের আটক করা হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়। রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।বাংলাদেশিরা কি কারণে কাদের সাহায্যে ত্রিপুরায় প্রবেশ করেছে তা জানার চেষ্টা করছে পুলিস। এই অভিযানে পুলিসকে সাহায্য করেছে বি এস এফ।