Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজ্যেও পালিত জাতীয় পরিসংখ্যান দিবস

যথাযথ মর্যাদায় রাজ্যেও পালিত জাতীয় পরিসংখ্যান দিবস

জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজ্য সরকারের পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ।মন্ত্রী জানান খুব শীঘ্রই রাজ্যের আরো চার জেলায় কার্যালয় চালু করে পরিসংখ্যান দপ্তরের পরিসর বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। শনিবার ২৯ জুন বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানোবিসের জন্মদিন। তার অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর ২৯ জুন দিনটিকে গোটা দেশে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয় ।১৭ তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকীভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্য সরকারের অর্থ ও পরিসংখ্যান দপ্তর ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ।এছাড়া দফতরের সচিব, অধিকর্তাসহ অন্যান্যরাও উপস্হিত ছিলেন। এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ।বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দপ্তরের সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন ।এর ফলেই পরিসংখ্যান দপ্তর আরো সোঠাম হতে পারছে ।তিনি জানান ,বর্তমানে রাজ্যের চার জেলায় দপ্তরের কার্যালয়ে রয়েছে ।আরো চার জেলায় অফিস বাড়ি নির্মাণ করা হবে। অবিলম্বেই দপ্তরের শূন্য পদগুলিও পূরণ করা হবে বলে জানান তিনি। এদিন রাজ্যের অন্য ৩ জেলাতেও পরিসংখ্যান দপ্তরের কার্যালয়ের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য