গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করলো আগরতলার জিআরপি থানার পুলিশ। বুধবার গভীর রাতে সোনামুড়া থানাধীন নিউ এন সি নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।তার নামে আগরতলা জিআরপি থানায় একটি মামলা ছিল।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ।সেই মতো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআরপি থানার পুলিশ বুধবার গভীর রাতে সুনামুরা থানাধীন নিউ এন সি নগর এলাকা থেকে মানব পাচারের সাথে যুক্ত এক বাংলাদেশী পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগরতলা জিআরপির থানার একটি মামলায় তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল ।বুধবার জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ,গভীর রাতে বাংলাদেশী পাচারকারী মোঃ রাহুল আমিন একদল বাংলাদেশি নাগরিককে সোনামুড়া থানাধীন নিউ এন সি নগরের ১০ নম্বর কাঁটাতারের গেইট সংলগ্ন এলাকার দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় পাচার করবে। এই খবর পেয়ে জিআরপি থানার পুলিশ সোনামুড়া থানা এবং বিএসএফের সহযোগিতা নিয়ে সন্ধ্যা রাত থেকে এন সি নগরের সংশ্লিষ্ট এলাকায় এমব্রুসে বসে। সন্ধ্যা রাতেই একদল বাংলাদেশী নাগরিক সংশ্লিষ্ট এলাকা দিয়ে সুনামুড়া প্রবেশের চেষ্টা করে। কিন্তু আরক্ষা কর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা পিছু হঠতে বাধ্য হয়। পরে গভীর রাতে বাংলাদেশী পাচারকারী মোহাম্মদ রাহুল আমিন দশ নম্বর গেটের নিকট দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আগরতলার জিআরপি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান।
জানা গেছে বাংলাদেশের কুখ্যাত মানব পাচারকারী ধৃত মোহাম্মদ রাহুল আমিন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচার করত। তার সাথে একাধিক ভারতীয় টাউট যুক্ত রয়েছে। আগরতলা জিআরপি থানার পুলিশ বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে।