Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যতিনটি নতুন আইন প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

তিনটি নতুন আইন প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

সারা দেশের সঙ্গে রাজ্যেও আন্দোলনে নামলো আইনজীবীরা। শনিবার আগরতলা আদালতের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীরা। সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি হরিবল দেবনাথ সকলের কাছে আহ্বান রাখেন কেন্দ্রের নতুন ফৌজদারি আইনের বিরুদ্ধে এগিয়ে আসার।তিনি মন্তব্য করেন নতুন তিন আইন গণতন্ত্র ও জন বিরোধী। পাশাপাশি এই আইন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে নতুন করে আইন আনার দাবি জানান। আগামী ১ জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা কেন্দ্রের তিনটি নতুন আইন।এর প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলনে নেমেছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন। সারা দেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার রাজ্যেও আন্দোলনে নামে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি।তিনটি নতুন ফৌজদারী আইন প্রত্যাহার করার দাবিতে সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন দেখায়। নতুন তিন আইন প্রত্যাহারের দাবিতে আগামী দিনেও যে আন্দোলন চলবে তা এক প্রকার স্পষ্ট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য