Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যআগরতলা রেল স্টেশনে গাঁজাসহ ধৃত ১

আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ ধৃত ১

ফের আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ এক নেশা পাচারকারী কে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত নেশা পাচিরকারীর বাড়ি বিহারে।এছাড়া শুক্রবার আগরতলা রেল স্টেশনে একটি রেল থেকে বেশ কিছু এস কফ সিরাপ ও ফেন্সিডিল উদ্ধার করে জিআরপি থানার পুলিশ ।আগরতলা রেল স্টেশন থেকে গাজা সহ বহিরাজ্যের এক নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ । ধৃত নেশা পাচারকারীর নাম বীর বিকাশ বিক্রম ।তার ব্যাগ থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ।ধৃত যুবকটির বাড়ি বিহার রাজ্যে। সে গাজা গুলি ট্রেনে করে বিহার নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করা হবে ।এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন ।তিনি আরো জানান ,শুক্রবার বিকেলে আগরতলা রেল স্টেশনে একটি ট্রেন থেকে বেশ কিছু মালিকানা বিহীন এসকফ সিরাপ এবং ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ ।পুলিশ এই ঘটনারও তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। উল্লেখ্য প্রায় প্রতিদিনই আগরতলা রেলস্টেশন থেকে হয় বাংলাদেশী নাগরিক নতুবা নেশা পাচারকারী কে জালে তুলছে পুলিশ। বৃহস্পতিবার রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ দুই বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেফতার করে। তারা অভিযোগ ভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করে বেঙ্গালুরু এবং কর্ণাটক যাওয়ার জন্য রেল স্টেশনে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য