Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার এবং পৌরনিগম কর্তৃপক্ষ- মেয়র

ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার এবং পৌরনিগম কর্তৃপক্ষ- মেয়র

বর্ডার গোলচক্কর এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আগরতলা পৌরনিগম এবং রাজ্য সরকার ।বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বর্ডার গোল চক্কর এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে তিনটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ।কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে ।ঘটনাস্হল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত হবে ।এরই মধ্যে মহকুমা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। ক্ষতিগ্রস্তদের সাথে তিনি কথা বলেছেন বলে জানান তিনি ।মেয়র আরো জানান ,ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার এবং আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ রয়েছে ।এই বিধ্বংসী অগ্নিকাণ্ড আয়ত্বে আনতে দমকল কর্মীরা যে তৎপরতা দেখিয়েছেন তার জন্য তাদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

উল্লেখ্য বর্ডার গোল চক্কর এলাকার একটি মিষ্টির দোকানের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট মিষ্টির দোকানের কারিগররা রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই এক অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্ডার গোল চক্কর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য